বোদায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত জি এম নিউজ জি এম নিউজ নিউজ এডিটর প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০ | আপডেট: ৩:৫৬:অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০ মো.সফিকুল আলম দোলন,প্রতিনিধি,প; গড় ঃপ; গড়ের বোদায় কৃষকলীগের উপজেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।বোদা উপজেলা কৃষকলীগের সভাপতি সামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনার্থ বিটু সরকার, জেলা কমিটির সভাপতি তাজিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এনামুল হায়দার, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি বক্তব্য রাখেন।বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও পড়ুন আমতলী উপজেলায় সার সুপারিশমালা কার্ড ব্যাবহার ও এর উপকারিতা নিয়ে কৃষক মত বিনিময় সভা বাবুগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন