বাবুগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাঙালি জাতির রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২৪ পালিত হয়েছে।
২৬ মার্চ সকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।
পরে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনবো হাসি সবার ঘরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ হল রুমে শিশু শিল্পীদের পরিবেশনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) সুব্রত বিশ্বাস দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল।
শিশু বিষায়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, বীর প্রতীক রত্তন আলী শরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবাস সরকার, উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, বাবুগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান, এয়ারপোর্ট থানার ওসি এইচ এম মাসুদ আলম চৌধুরী, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওমর ফারুক বাবুল আকন, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হাসান অরুন, আওয়ামীলীগের সদস্য গোলাম কিবরিয়া, যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত সোহেল, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক ফাইজুল হক যুগ্ম আহবায়ক ওবায়দুল হক জুয়েল, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম নাইম প্রমুখ।
#
বার্তা প্রেরক: আরিফ হোসেন
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি
মোবাইল নং-০১৭২১৮০৭৮৭৪