বিশেষ প্রতিনিধি :
”বাল্য বিয়ে করব না, বাল্য বিয়ে হতে দিবো না” এই শ্লোগান নিয়ে ১২ মার্চ, ২০২৪ মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর আনন্দীপুর গ্রামের পল্লীসমাজের সভাপ্রধান রোকসানা বেগমের উঠানে ১৩-১৭ বছর বয়সী ২৫ জন কিশোরীদের সমন্বয়ে গঠিত স্বপ্নসারথি দলের মাসিক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয় হতে আগত ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির ম্যানেজার (অপারেশনাল স্ট্যাটেজি এন্ড ইম্পিমেন্টশন) মোহাম্মদ আব্দুল্লাহ-হিল বাকি। সভায় অন্যান্যের মধ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জোনাল ম্যানেজার মোঃ আকরামুল ইসলাম, জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, পল্লীসমাজের সভাপ্রধান রোকসানা প্রমুখ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কর্মসূচির সদর উপজেলার অফিসার মোহাম্মদ আব্দুর রহমান।
গত ১৩/০৭/২০২৩ ইং তারিখে চর আনন্দীপুর গ্রামের ১৩-১৭ বছর বয়সী কিশোরীদের সমন্বয়ে স্বপ্নসারথি দলটি গঠনের পর থেকে প্রতি মাসে তাদের দক্ষতা উন্নয়নের জন্য জীবন দক্ষতা সেশন পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় অদ্য তারিখে ৮ম মাসের সেশন ”রুখব এবার সবাই মিলে, নির্যাতন ও বাল্য বিয়ে” শিরোনামে নির্যাতন ও জেন্ডার ভিত্তিক বিভিন্ন সহিংসতা সম্পর্কে খেলাধুলা, দলীয় আলোচনা ও অনুশীলনের মাধ্যমে জানতে পারে। এভাবে প্রতি মাসে তাদের জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক আলোচনা এবং বাল্য বিয়ে প্রতিরোধে সোচ্চার হওয়ার বিষয়ে সচেতন করা হচ্ছে। সেশনে কিশোরীরা নির্যাতন ও সহিসংতা ধরন, সহিংসতার ফলে প্রভাব এবং এ বিষয়ে করনীয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে। পাশাপাশি এ ধরনের কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক যোগাযোগের জন্য ১০৯, ৯৯৯, ৩৩৩ সম্পর্কে তাদের জানানো হয় এবং কোথায় গেলে কি ধরনের সহায়তা পাওয়া যায় তাও আলোচনা করা হয়।
এখানে উল্লেখ্য, কিশোরীদের সচেতনামূলক সেশনের পাশাপাশি তাদের লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য কর্মসূচির পক্ষ থেকে ১৬-১৭ বছর বসয়ী কিশোরীদের মাসিক ভিত্তিতে ক্যাশ সাপোর্ট প্রদান করা হচ্ছে। স্বপ্নসারথি সম্পর্কে কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস জানান, ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলা এই ধরনের ১১৮ টি স্বপ্নসারথি দল রয়েছে। যেখানে প্রতি মাসে প্রতিটি দলের সাথে একবার করে লাইফ স্কীল সেশন পরিচালনা করা হচ্ছে। বাল্যবিয়ে প্রতিরোধে এছাড়াও এই কিশোরীদের অভিভাবকদের নিয়ে ত্রৈ-মাসিক সভা, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে কমিউনিটি ওয়াচগ্রুপ মিটিং, ইউনিয়ন পরিষদের বাল্য বিয়ে নিরোধ কমিটির সাথে সভা এবং উপজেলা বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে সভা করা হচ্ছে।
এছাড়াও ১৩ টি উপজেলার গণনাটক দলদ্বারা সচেতনামূলক নাটক প্রদর্শণী করা হচ্ছে। তিনি আরো জানান, স্বপ্নসারথি দলের কিশোরীদের কর্মসূচি থেকে প্রতি মাসে স্বাস্থ্য উপকরন হিসেবে স্যানিটারী ন্যাপকিন প্রদান করা হয়ে থাকে। সভা শেষে উপস্থিত ২৫ জন কিশোরীকে স্বাস্থ্য উপকরন (সেনিটারী ন্যাপকিন) প্রদান করা হয়।