* যুগে যুগে মহামারী * জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ | আপডেট: ৮:৪৭:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ মানুষের অনিয়ম ব্যভিচার জুলুম নির্যাতন রকমারী ; যুগে যুগে তখনই বেড়ে যায় মহামারী । বিশ্ব জুড়ে চলেছিল অন্যায় অবিচার ত্রাস ; তখনই ক্ষেপে গেল অদৃশ্য করোনা ভাইরাস । নিজের জন্মভূমি থেকে অন্যায় ভাবে তাড়ানো ! অর্জিত সম্পদ আর প্রিয়জনকে হারানো , বিধাতার দুনিয়া , নিয়েছো কি কিনিয়া ? তবে কেন কাঁটাতারের সীমান্ত ! চন্দ্র সূর্য আলো বাতাস পারলে ভাগ করো ; না পারলে ছাড়ো যুদ্ধ-বিগ্রহ অশান্ত ভূ-খন্ড । পৃথিবী উত্তপ্ত ! রণক্ষেত্র ! মানুষ মানুষের শত্রু , স্বার্থের জন্যই কুটনীতি, নামেই শুধু মিত্র । মানুষ পথভ্রষ্ট ; দিচ্ছে অকারনে কষ্ট , অথচ মানুষই বিধাতার সৃষ্টির শ্রেষ্ঠ । কোথায় বিবেক ? কোথায় মানবতা ? অপশক্তির লড়াই , বিশ্ব জুড়ে বর্বরতা ! জগৎ জুড়িয়া ; দেখিয়াছি ঘুরিয়া অর্থ আর সম্পদের শেষ নেই ! কে আপন ? কে পর ? মজদুরেরা যাযাবর ! স্বার্থের বেলায় মায়া মমতাও নেই । ধনী গরীবের অনেক ব্যবধান , ঠকানো বানিজ্য , বৈষম্য চলমান । সবই অভিনয় , যেন কেউ কারো নয়, মন পড়ে রয় ; মোহ আর ছলনায় ! অপরাধ, দুর্নীতি যখন বেশী হয় প্রকৃতি ক্ষেপে গিয়ে দেখিয়ে দেয় ভয় ! মানব কল্যাণ সমতা আনো ভাবনায় সুখী হওয়া যায়না ঈর্ষা বিদ্বেষ হিংসায় । যত কিছুই থাকুক মৃত্যু অবধারিত স্বল্প সময়ে মোহ করে তাড়িত । তবুও মানুষ নেয়না শিক্ষা কেউ অধিক ধনী ; কেউ করে ভিক্ষা ! সত্যকে সত্য বলো ; মিথ্যাকে মিথ্যা , বিবেক তাড়িত হয়ে চলো , মনুষ্যত্বের দোড় খোলো শোধরানোই সকল দূর্যোগের চিকিৎসা ।। আরও পড়ুন বইমেলায় প্রকাশিত হলো কবি মোহাম্মদ এমরান’র ২য় একক কাব্যগ্রন্থ বইমেলায় শিশুসাহিত্যিক আরাফাত শাহরিয়ারের ‘নীল পরিদের দেশে’