চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের৮২ শিক্ষার্থীকে ভর্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০ | আপডেট: ১০:০০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

চবিতে মেধা তালিকায় থাকা ৮২ শিক্ষার্থীকে ভর্তি করতে নির্দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের তিনটি ইউনিটে (এ, বি ও সি) মেধা তালিকায় থাকা ৮২ শিক্ষার্থীকে ভর্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ডি ইউনিটে পরীক্ষায় যদি রিট আবেদনকারী পাস করে তবে তাকেও ভর্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রবিবার এ আদেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। ৮৩ শিক্ষার্থীর করা পৃথক চারটি রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, রিট আবেদনকারী ৮২ জন শিক্ষার্থী মেধা তালিকায় থাকার পরও ভর্তির জন্য সাবজেক্ট চয়েজ(বিষয় পছন্দ) দিতে পারেনি। তাদের ক্ষেত্রে সাবজেক্ট চয়েজের বিষয়টি ব্লক করে রাখা হয়েছে। এ কারণে তারা ভর্তি হতে পারছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরোপুরি নিষ্ক্রিয়। তাই বিষয়টি চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। আদালত তিনটি ইউনিটে ৮২ জন শিক্ষার্থীর বিষয় নির্বাচনসহ ভর্তি প্রক্রিয়া শেষ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

Print Friendly, PDF & Email