আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি রাজশাহী-চট্টগ্রাম জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ | আপডেট: ১০:২৬:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। জয়ী দল ফাইনালে লড়বে প্রথম কোয়ালিফায়ার জেতা খুলনা টাইগার্সের বিপক্ষে। এলিমিনেটর ম্যাচ জিতে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। ইনজুরি কাটিয়ে ফেরা অধিনায়ক আছেন ছন্দে। শেষ দিকে যোগ দেয়া ক্রিস গেইল বড় ইনিংস খেলতে না পারলেও একদম খারাপ করছেন না। রাজশাহী রয়্যালসও শুরু থেকে দারুণ খেলেছে। প্রথম কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে হেরেও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনাল খেলার সুযোগ আছে দলটির। লিটন-আফিফের উদ্বোধনী জুটি ভরসা হয়ে উঠছে। মিডল অর্ডারে শোয়েব মালিক-আন্দ্রে রাসেলরা পারফর্ম করলে ম্যাচ জেতা কঠিন নয়। ফাইনালে উঠার সুযোগটা শতভাগ দিয়ে কাজে লাগাতে চাইবে রাজশাহী ও চট্টগ্রাম। আরও পড়ুন ছক্কা বাঁচানোর চেষ্টায় ছিটকে গেলেন স্মিথ ‘কোটিপতি’ হওয়ার প্রতিদানের চ্যালেঞ্জ ইলেক্ট্রিশিয়ানের ছেলের