পটুয়াখালী: পটুয়াখালী শহরে ডাকাতির দুঃসাহসিক ঘটনার পর ১৬ ঘণ্টার মধ্যে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার সহায়তায়, একটি গোপন চক্রের প্রধান সন্দেহভাজন, জনাব বাবুল হাওলাদার (৩৯) কে সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।
অভিযুক্ত জনাব বাবুল হাওলাদার স্বীকার করেছেন যে, পটুয়াখালীর বাসিন্দা নেপাল মজুমদার (৪৮) এর কাছে চুরি করা স্বর্ণের গয়না বিক্রি করার পর, তিনি বিভিন্ন বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে জমা দেন এবং নগদে তার কাছ থেকে একটি চার চাকার মোটরসাইকেল ক্রয় করেন।
মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে এবং আসামি বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশালে একটি স্বর্ণকারের দোকান থেকে উদ্ধার করা ৫ ভরি ও ১০ আনা স্বর্ণালংকারসহ নেপালি মজুমদারকে আটক করা হয়েছে।
এছাড়া গত ২৮ ফেব্রুয়ারি রাতে পটুয়াখালী থানার আনসার ক্যাম্প সংলগ্ন আবদুর রাজজাকের বাসা এলাকায় বিশিষ্ট শ্রমিক উজ্জ্বল কর্মকারের বাসার সামনে চুরির ঘটনা ঘটে। এ সময় দরজার তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১৭ লাখ ৩৫ হাজার টাকার মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।
পটুয়াখালী থানা অফিসার ইনচার্জ, পরিদর্শক মোহাম্মদ জসিম জানান, চুরির ১৬ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে এবং চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত চক্রের সদস্যদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পটুয়াখালী থানাকে অপরাধমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।