22-বছর বয়সী জনপ্রিয় লোক গায়ক আঁচল প্যাটেল, যিনি আঁচল রাঘওয়ানি নামেও পরিচিত, বুধবার (6 মার্চ) ভারতের উত্তর প্রদেশের বারাণসীর শিবপুর এলাকায় তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, যেমনটি হিন্দুস্তান টাইমস জানিয়েছে৷
আঁচলের ভাই বিকাশ দাবি করেছেন, তার বোনকে খুন করেছে তার স্বামী দীপক ও আরেক নারী। তিনি শিবপুর থানায় তার বোনের স্বামী ও মহিলাকে সন্দেহভাজন হিসেবে নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।
বিকাশের কথায়, দীপক তার স্ত্রীকে গালিগালাজ করত। এই অভিযোগের ভিত্তিতে শিবপুর পুলিশ গায়কের স্বামী ও অন্য মহিলাকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, গায়কের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদনটি বর্তমানে অপেক্ষমাণ।
আঁচলের বাবা বারাণসীর ধোইওয়ারিয়া এলাকায় থাকেন। স্বামী দীপকের সঙ্গে শিবপুর এলাকায় থাকতেন। জানা গেছে, তিন বছর আগে দীপকের সঙ্গে বিয়ে হয় আঁচলের। দর্শনার্থীরা প্রায়ই তাদের ফ্ল্যাটে আসতেন, যেমন পুলিশকে রিপোর্ট করা হয়েছে, যেখানে দীপক তার স্ত্রীকে গালিগালাজ করেছে বলে অভিযোগ।