Dhaka ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিসিসির কাউন্সিলর বিপ্লব ও কোহিনুর প্যানেল মেয়র নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • ১৫৯ Time View

তিন মাস পর দায়িত্ব নেওয়ার পর বরিশাল সিটি করপোরেশনে দুই প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান বিপ্লব। সংরক্ষিত আসনে প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন কোহিনুর বেগম।

 

৫ মার্চ মঙ্গলবার নগর ভবনের সম্মেলন কক্ষে ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র-২ এর ঘোষণা এখনো হয়নি। এছাড়াও, কর্পোরেশনের বিভাগগুলির ভিত্তিতে 14টি স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল এ তথ্য নিশ্চিত করেছেন। ১৪টি বিভাগীয় কমিটি গঠন নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মেয়রকে দিয়েছেন কাউন্সিলররা। খুব শিগগিরই কমিটি ঘোষণা করা হবে।

 

প্যানেল মেয়র গঠনের জন্য নগর ভবনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩০ জন সাধারণ ও ১০ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপস্থিত কাউন্সিলররা প্যানেল মেয়র-১ পদে কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং প্যানেল মেয়র-৩ পদে কোহিনুর বেগম ভোট দেন।

 

প্যানেল মেয়র নির্বাচনের পর নবনির্বাচিত প্যানেল মেয়রদের অভিনন্দন জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন। তবে কয়েকজন কাউন্সিলর জানিয়েছেন, প্যানেল মেয়র-২ পদে একাধিক প্রার্থী থাকলেও নির্বাচিত প্যানেল মেয়র-২-এর নাম এখনও ঘোষণা করা হয়নি। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে সূত্র জানিয়েছে।

 

উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন গত বছরের ১৪ নভেম্বর সেরানিয়াবাত পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে কাউন্সিলরদের ভোটে প্যানেল মেয়র নির্বাচিত হবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

gm news

ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নারীর মৃ/ত্যু, ১১ মাসের শিশুর অঙ্গ/হানী

বিসিসির কাউন্সিলর বিপ্লব ও কোহিনুর প্যানেল মেয়র নির্বাচিত

Update Time : ০৭:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

তিন মাস পর দায়িত্ব নেওয়ার পর বরিশাল সিটি করপোরেশনে দুই প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান বিপ্লব। সংরক্ষিত আসনে প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন কোহিনুর বেগম।

 

৫ মার্চ মঙ্গলবার নগর ভবনের সম্মেলন কক্ষে ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র-২ এর ঘোষণা এখনো হয়নি। এছাড়াও, কর্পোরেশনের বিভাগগুলির ভিত্তিতে 14টি স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল এ তথ্য নিশ্চিত করেছেন। ১৪টি বিভাগীয় কমিটি গঠন নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মেয়রকে দিয়েছেন কাউন্সিলররা। খুব শিগগিরই কমিটি ঘোষণা করা হবে।

 

প্যানেল মেয়র গঠনের জন্য নগর ভবনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩০ জন সাধারণ ও ১০ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপস্থিত কাউন্সিলররা প্যানেল মেয়র-১ পদে কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব এবং প্যানেল মেয়র-৩ পদে কোহিনুর বেগম ভোট দেন।

 

প্যানেল মেয়র নির্বাচনের পর নবনির্বাচিত প্যানেল মেয়রদের অভিনন্দন জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন। তবে কয়েকজন কাউন্সিলর জানিয়েছেন, প্যানেল মেয়র-২ পদে একাধিক প্রার্থী থাকলেও নির্বাচিত প্যানেল মেয়র-২-এর নাম এখনও ঘোষণা করা হয়নি। শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে সূত্র জানিয়েছে।

 

উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন গত বছরের ১৪ নভেম্বর সেরানিয়াবাত পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে কাউন্সিলরদের ভোটে প্যানেল মেয়র নির্বাচিত হবেন।