নেত্রকোনার বারহাট্টায় দূর্নীতি ও সন্ত্রাস বিরোধী গনমিছিল অনুষ্ঠিত

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯ | আপডেট: ১:১২:অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

ইকবাল হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় দূর্নীতি ও সন্ত্রাসবিরোধী গনমিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার বাউসী ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে দূর্নীতি ও সন্ত্রাসবিরোধী গনমিছিল দজদার বেরিবাঁধ থেকে শুরু হয়ে হারুলিয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে বাউসী গরুর বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম রসূল, সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, উপজেলা ওলামালীগের সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা বনিক সমিতির সভাপতি আছমত উল্ল্যা, যুবলীগ নেতা সাইফুল ইসলামসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্য্যক্রম বাঁধাগ্রস্থ করতে যারা দূর্নীতি ও সন্ত্রাসী কার্য্যক্রম করবে তারা আওয়ামীলীগের কোনো কমিটিতে প্রবেশ করতে না সেজন্য সকল নেতাকর্মীদের সজাগ থাকার অনুরোধ জানান বক্তারা।

Print Friendly, PDF & Email