পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

জি এম নিউজ জি এম নিউজ

বাংলার প্রতিচ্ছবি

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯ | আপডেট: ১০:৪৭:পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ

পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় মিছিল-সমাবেশে করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সিপিবি জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় আসাদুজ্জামান গার্লস হাইস্কুলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী।

বক্তারা বলেন, দুইমাস ধরে পেয়াঁজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হলেও সরকার কার্যকরী কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রতিদিন প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা অগ্রহণযোগ্য বক্তব্য দিয়ে চলেছেন।

বক্তারা অবিলম্বে পেয়াঁজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগসহ পেয়াঁজ সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় ১৬ নভেম্বর (শনিবার) জেলার হাট-বাজারগুলেতে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২শ ৪০ টাকা দরে।

Print Friendly, PDF & Email