নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি ও আঞ্চলিক দৈনিক আজকের বার্তা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ক্লাবের হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুনের নেতৃত্বে এবং সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সহায়তায়, স্মারক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন, সহ-সভাপতি পুলক চ্যাটার্জি, সিনিয়র সদস্য নুরুল আলম ফরিদ, অরূপ তালুকদার, নজরুল ইসলাম চুন্নু, তপনকার চক্রবর্তী, এম আমজাদ হোসেন, হুমায়ুন কবির, গোপাল সরকার, জাকির হোসেন, মাহমুদ চৌধুরী, আবদুর রজক আহমেদ ভূইয়া, এম. জহির, এম. মোফাজ্জল, মর্তুজা জুয়েল, জিয়া বাবু, খান রফিক, সুমন চৌধুরী, খান রুবেল, গোবিন্দ্র সাহা, এবং এম. সুহাদ প্রধান।
বক্তারা কাজী বাবুলের বর্ণাঢ্য ও নিবেদিতপ্রাণ জীবনের ওপর আলোকপাত করেন। কাজী বাবুলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় স্মরণসভা।