অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তিন নেতা। তারা হলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং সমবায় সম্পাদক ও হবিগঞ্জের সাবেক মেয়র জিক গে গাউছে।
তিনজনকেই পৃথক দিনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বরকত উল্লাহ বুলু সোমবার রাতে বুকে ব্যথা অনুভব করে হাসপাতালে ভর্তি হন। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদকে সোমবার সকালে একই হাসপাতালে ভর্তি করা হয় এবং ডাঃ মনোয়ারা বেগমের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়।
হবিগঞ্জের সমবায় সম্পাদক ও সাবেক মেয়র জিক গে গাউছে গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে অধ্যাপক ডাঃ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন।