ঢাকার দক্ষিণ খান অঞ্চলে হাত-পায়ের রগ কেটে বাড়ি ভাড়ার টাকা ছিনতাইয়ের নৃশংস ঘটনায় প্রধান আসামি মিজু আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মিজু আহমেদ দক্ষিণ খানের ফয়দাবাদ চাওয়ারীটেক এলাকার বিল্লাল হোসেনের ছেলে। সোমবার (৪ মার্চ) রাতে তাকে ফয়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
মিজু আহমেদ টাকা নিয়েছিলেন। ২৬ জানুয়ারি ভাড়া বাবদ ১২ হাজার টাকা। পরে পূর্ব শত্রুতার জের ধরে কোটবাড়ি এলাকায় ফয়সাল রানা বা থাবলা রানা নামে পরিচিত ফয়সালকে লাঠি দিয়ে আঘাত করে এবং লুকিয়ে রাখা ছুরি দিয়ে ডান হাতের রগ কেটে দেয়। ফ্ল্যাট রুটির টুকরো। অপর একটি ঘটনায় কোরবান আলী ভূক্তভোগীর পায়ের নিচের রগ কেটে দেন। এরপর লুট করে নেয় টাকা। লাঠি দিয়ে আঘাত করার সময় ফয়সালের কাছ থেকে ১২ হাজার টাকা। ফয়সালের চিৎকার শুনে আশেপাশের লোকজন সাহায্য করতে ছুটে গেলে অপরাধীরা পালিয়ে যায়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, স্থানীয়রা ফয়সালকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা জয়নব বিবি বাদী হয়ে ৩০ জানুয়ারি দক্ষিণ খান থানায় একটি মামলা দায়ের করেন।
সিনিয়র এএসপি মাহফুজুর রহমান আরও উল্লেখ করেছেন যে গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়েছিল যার ফলে এই ঘটনায় আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মিজু আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর মিজু আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার কথা স্বীকার করেন।