কলাপাড়ায় প্রধান শিক্ষকে বিরুদ্ধে একাদিক ছাত্রীদের যৌনহয়রানী ও ধষর্নের অভিযোগে উঠেছে জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯ | আপডেট: ৯:০২:অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯ মো: মনিরুল ইসলাম কুয়াকাটা (মহিপুর) প্রতিনিধি : কুয়াকাটার কলাপাড়ায় ৩৬ নং উমেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিমের বিরুদ্ধে একাদিক ছাত্রীদের যৌনহয়রানী ও ধষর্নের অভিযোগে ওঠায় অভিবাবকদের তোপের মুখে বিদ্যালয় কক্ষে ৩ ঘন্টা অবরুদ্ধো থাকা অবস্থায় কলাপাড়া থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। ছাত্রী ও অভিবাবকরা জানান প্রধান প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম দীর্ঘদিন ছাত্রীদেরকে ভয়ভীতি ও লালসা দেখিয়ে নিজ কক্ষে নিয়ে যৌন হয়রনি করতো। তার হাতে যৌন হয়রনির শিকার হওয়া একাদিক ছাত্রী আজ শনিবার সকালে তাদের অভিবাবকদের জানালে তারা বিদ্যালয়ের কক্ষে অবরুদ্ধ করে রাখে । আরও পড়ুন গনধর্ষন মামলার আসামী গ্রেফতার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রন বাঁধের নির্মাণকাজ শেষ করার আগেই বাঁধ দেবে গেছে। জিও ব্যাগ প্রস্তুত ও টেকসই বাঁধ নির্মাণেঅনিয়ম।