রংপুরের পীরগাছায় হাজী সফর উদ্দিন সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় মেয়েকে নকল দিয়ে সরবরাহের চেষ্টার অভিযোগে এক বাবাকে জামিন না দিয়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে পরীক্ষা চলাকালীন ওই ছাত্রীকে প্রতারণার উপকরণ সরবরাহ করতে গিয়ে ধরা পড়ে এ ঘটনা। গ্রেফতারকৃত শফির উদ্দিন সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের বাসিন্দা ও পীরগাছা উপজেলার তুম্বুলপুর ইউনিয়নের রহমতের চরের দাখিল মাদ্রাসার শিক্ষক।
শফির উদ্দিন নয়টি উত্তরপত্রের ছবিসহ একটি কাগজে লেখা পাঁচটি প্রশ্নের উত্তর সরবরাহ করতে গিয়ে ধরা পড়েন বলে জানা গেছে। সাব-জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন অস্থায়ী আদালতে বিচার পরিচালনা করে শফির উদ্দিনকে জামিন না দিয়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, আদালতের রায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনাটি পরীক্ষায় জালিয়াতির ব্যাপকতা এবং এই ধরনের জালিয়াতি কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।