Dhaka ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

Alphabet কাকে বলে কত প্রকার ও কি কি

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • ১৫৮ Time View

যথা-B,C,D,F,G,H,J,K,L,M,N,P,Q,R,S,T,V,W,X,Y,Z. ইংরেজিতে মোট ২৬ অক্ষর বা বর্ণ বা letter-আছে। এগুলিকে একসাথে ইংরেজিতে Alphabet-বলে ও বাংলায় একে বর্ণমালা বলে।

আমরা যখন কথা বলি তখন মুখে আওয়াজ করি কিন্তু যখন মনের ভাব লিখে প্রকাশ করি তখন প্রতিটি Sound বা ধ্বনির জন্যে একটি করে Symbol (সংকেত) বা চিহ্ন ব্যবহার করি। তাই ধ্বনিই হচ্ছে ভাষার একক । যেমনঃ মুখে যদি A বলি তবে A হলো ধ্বনি। আর যদি A লিখি তখন A হবে ধ্বনির লিখিত রূপ বা অক্ষর । ইংরেজি ভাষায় মোট ২৬ টি Letter বা বর্ণ আছে।

 

Alphabet হলো ইংরেজি ভাষা শেখার প্রথম উপকরণ। ইংরেজি ভাষার সকল বর্ণমালা গুলোকেই সাধারণত এ্যালফ্যাবেট বলা হয়। Alphabet শব্দটি ল্যাটিন শব্দ alphabetum থেকে এসেছে। আধুনিক ইংরেজী বর্ণমালায় মোট ছাব্বিশটি alphabet আছে।

The alphabet is known as the set of letters or symbols. These are used to present the basic set of speech sounds of a language.

Alphabet গুলোকে কোন ভাষার বর্ণ বা সংকেত বলা হয়।

Alphabet কাকে বলেঃ
Alphabets শব্দটি ল্যাটিন শব্দ, ‍Alphabetum থেকে এই এ্যালফ্যাবেটের উতপত্তি।ইংরেজি বর্ণমালায় মোট ২৬ টি বর্ণমালা আছে। ইংরেজি বর্ণ দুই প্রকার। প্রতিটা বর্ণের দুইটা করে বর্ণ রয়েছে একটা Small Letter অন্যটা Large Letter .
Small & Large Letters Alphabet:

Large Letter: A-B-C-D-E-F-G-H-I-J-K-L-M-N-O-P-Q-R-S-T-U-V-W-X-Y-Z
Small Letter: a-b-c-d-e-f-g-h-i-j-k-l-m-n-o-p-q-r-s-t-u-v-w-x-y-z

Alphabet কয় প্রকার ও কি কিঃ
Alphabet (বর্ণমালা) দুই ভাগে বিভক্ত।

Vowel (স্বরবর্ণ)
Consonant (ব্যঞ্জনবর্ণ)

Vowel কাকে বলেঃ
যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাই Vowel.

Vowel কত প্রকারঃ
Vowel হলো ৫ প্রকার।

A, E, I, O, U এগুলো হচ্ছে Vowel.
Vowel গুলো consonant গুলোর সাথে মিশে Syllable তৈরি হয়।

Examples: Egg, Diagram, Ultrasonography, etc.
Consonants কাকে বলে ও কত প্রকারঃ
যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারেনা তাকে Consonants বলে।

Vowel ছাড়া বাকি ২১ টি অক্ষর সব Consonant.

একটি শব্দে একটি Vowel আর সব গুলো Consonant হওয়া স্বাভাবিক।

Examples:

Carry. C, r, r, and y are the consonants.
Story. s, t, r, and y are consonants.
Earning. r, n, and g are consonants.

Use of Capital Letter and Small Letter (বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষরের ব্যবহার ) :

1. প্রতিটি Sentence বা বাক্যের শুরুতে Word এর প্রথম Letter বা অক্ষরটি সব সময় Capital Letter হয়। যেমনঃ Man is mortal. He is a good boy.

2. নদনদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, মাস, দিন, ধর্মগ্রন্থ, খবরের কাগজ প্রভৃতির নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ January is the first month of the year. Mother reads the Quran every day. The Padma, the Jumuna.

3. ব্যক্তি, বস্তু, স্থান, জাতি প্রভৃতির নামের অর্থাৎ Proper Noun এর প্রথম অক্ষর Capital Letter হয়।যেমনঃ Romi is a good girl.

4. আল্লাহ্ নাম বা তার পরিবর্তে ব্যবহৃত Pronoun বা সর্বনামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ Allah is Almight. Oh my God.

5. I অর্থ আমি অৰ্থাৎ Pronoun হিসেবে ব্যবহৃত হলে তা Capital Letter হয়। যেমনঃ May I come in sir?

6. ইংরেজি কবিতায় প্রতিটি লাইনের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ

God, We thank you for the night,

And for the pleasant morning light,

Or

Twinkle twinkle little star,

How I wonder what you are?

7. সংক্ষেপে লিখিত নাম বা উপাধির প্রত্যেকটি অক্ষর Capital Letter হয়। যেমনঃ He is an M.A. He is an M.B.B.S.

৪. জাতির নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ The Bangladeshi, the Japanese are industrious.

9. উদ্ধৃত বাক্যের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ He said, “It is good news.”

Classification Of Alphabet-এর শ্রেণীবিভাগ:

ইংরেজি Alphabet বা বর্ণমালা উচ্চরণের ভিন্নতার জন্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমনঃ

1. Vowel বা স্বরবর্ণ : যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাকে Vowel বা স্বরবর্ণ বলে । ইংরেজিতে Vowel বা স্বরবর্ণ পাঁচটি। এগুলো হলো : a, e, i, o, u.

2. Consonant বা ব্যঞ্জনবর্ণ : যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে Consonant বা ব্যঞ্জনবর্ণ বলে। ইংরেজিতে Consonant বা ব্যঞ্জনবর্ণ একুশটি । এগুলো হলো : b, c, d, f, g, h, j, k, l , m, n, p, q, r, s, t, V, W,x, y, z.

Semi- Vowel বা অর্ধস্বর/অর্ধব্যঞ্জনঃ Consonant বা ব্যঞ্জনবর্ণগুলোর মাঝে W এবংY এ দুইটি বর্ণের উচ্চারণ কখনো Vowel বা স্বরবর্ণ আবার Consonant বা ব্যঞ্জনবর্ণ হয়। তাই এদেরকে Semi- Vowel বা অর্ধস্বর/অর্ধব্যঞ্জন বলে । W ও Y যখন কোন Word বা শব্দের প্রথমে বসলে Consonant বা ব্যঞ্জনবর্ণ হয়। যেমনঃ wolf(উলফ), year(ইয়ার), water(ওয়াটার), আবার। W ও Y যখন কোন Word বা শব্দের মাঝে বা শেষে বসে তখন এরা Vowel বা স্বরবণ হয়। যেমনঃ now (নাউ), two (টু), boy (বয়),eye (আই) ।

 

উচ্চারণ বিধি অনুসারে Vowel বা স্বরবণগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যেমন :

Short sound of the vowels.
Long sound of the vowels.
Middle sound of the vowels.
Broad sound of the vowels.
Diphthong.

1. Short sound of the vowels.

A(a) – এর উচ্চরণ- এ্যা (া) : Bag (ব্যাগ) – থলে, Mat (ম্যাট) – মাদুর।

E(e) – এর উচ্চরণ- এ (6) : Net (নেট) – জাল, Red (রেড) – লাল ।

I(i) – এর উচ্চরণ- ই (f) : Did (ডিড) -করা, Sit (সিট)- বসা।

O(o) – এর উচ্চরণ- অ : Son (সন)- পুত্র, On (অন)- উপরে।

U(u) – এর উচ্চরণ- আ (f) : Sun (সান)- সূর্য, Up (আপ)-উপরে ।
2. Long sound of the vowels.

A(a) – এর উচ্চরণ- এ (6) : Pay (পে)- বেতন, Say (সে)- বলা ।

E(e) – এর উচ্চরণ- ঈ (ী): Bee (বী)- মৌমাছি, Me (মী)- আমাকে ৷

I(i) – এর উচ্চরণ- আ,ই, আই: Rice (রাইস)- চাউল, Nine (নাইন)-নয় ৷

O(o) – এর উচ্চরণ- ও (CT): Home (হোম)- বাড়ি, Low (লো)- নিচু ।

U(u) – এর উচ্চরণ- ইউ ইয়ো : Duty (ডিউটি)- কর্তব্য।
3. Middle sound of the vowels.

A(a) – এর উচ্চরণ- আ (f) : War (ওয়ার)- যুদ্ধ, Car (কার)- গাড়ি।

E(e) – এর উচ্চরণ- আ (t) : Servant (সারভেন্ট)- চাকর, Her (হার)- তার(স্ত্রী)

O(o) – এর উচ্চরণ-উ ( ू ) : Book (বুক)- বই, Food (ফুড)- খাদ্য।

U(u) – এর উচ্চরণ- উ ( ू ) : Full (ফুল)-পূর্ণ, Pull (পুল)- টানা
4. Broad sound of the vowels.

A(a) – এর উচ্চরণ- অ : Ball (বল)- বল, Call (কল)- ডাকা ।

I(i) – এর উচ্চরণ- আ (t) : Bird (বার্ড)- পাখি, Girl (গার্ল)- বালিকা ।

O(o) – এর উচ্চরণ- আ (t) : Love (লাভ)- ভালোবাসা, How (হাউ)- কেমন ।
5. Diphthong.

O(o) – এর উচ্চরণ- ও (CT): Boat (বোট)- নৌকা, Go (গো)- যাওয়া ।

Revision And Test

1. What is letter ? How many letters are there in English Language ?

2. What is Alphabet ? What is the difference between letter and alphabet ?

3. What is Vowel ? How many vowels are in English ? Name them.

4. What is Consonant ? How many consonant are in English ? Name them.

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

golam mostafa

Popular Post

সমগ্র বাংলাদেশ যাতায়াতের বাস সার্ভিস ও তাদের ফোন নম্বর

Alphabet কাকে বলে কত প্রকার ও কি কি

Update Time : ০৫:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

যথা-B,C,D,F,G,H,J,K,L,M,N,P,Q,R,S,T,V,W,X,Y,Z. ইংরেজিতে মোট ২৬ অক্ষর বা বর্ণ বা letter-আছে। এগুলিকে একসাথে ইংরেজিতে Alphabet-বলে ও বাংলায় একে বর্ণমালা বলে।

আমরা যখন কথা বলি তখন মুখে আওয়াজ করি কিন্তু যখন মনের ভাব লিখে প্রকাশ করি তখন প্রতিটি Sound বা ধ্বনির জন্যে একটি করে Symbol (সংকেত) বা চিহ্ন ব্যবহার করি। তাই ধ্বনিই হচ্ছে ভাষার একক । যেমনঃ মুখে যদি A বলি তবে A হলো ধ্বনি। আর যদি A লিখি তখন A হবে ধ্বনির লিখিত রূপ বা অক্ষর । ইংরেজি ভাষায় মোট ২৬ টি Letter বা বর্ণ আছে।

 

Alphabet হলো ইংরেজি ভাষা শেখার প্রথম উপকরণ। ইংরেজি ভাষার সকল বর্ণমালা গুলোকেই সাধারণত এ্যালফ্যাবেট বলা হয়। Alphabet শব্দটি ল্যাটিন শব্দ alphabetum থেকে এসেছে। আধুনিক ইংরেজী বর্ণমালায় মোট ছাব্বিশটি alphabet আছে।

The alphabet is known as the set of letters or symbols. These are used to present the basic set of speech sounds of a language.

Alphabet গুলোকে কোন ভাষার বর্ণ বা সংকেত বলা হয়।

Alphabet কাকে বলেঃ
Alphabets শব্দটি ল্যাটিন শব্দ, ‍Alphabetum থেকে এই এ্যালফ্যাবেটের উতপত্তি।ইংরেজি বর্ণমালায় মোট ২৬ টি বর্ণমালা আছে। ইংরেজি বর্ণ দুই প্রকার। প্রতিটা বর্ণের দুইটা করে বর্ণ রয়েছে একটা Small Letter অন্যটা Large Letter .
Small & Large Letters Alphabet:

Large Letter: A-B-C-D-E-F-G-H-I-J-K-L-M-N-O-P-Q-R-S-T-U-V-W-X-Y-Z
Small Letter: a-b-c-d-e-f-g-h-i-j-k-l-m-n-o-p-q-r-s-t-u-v-w-x-y-z

Alphabet কয় প্রকার ও কি কিঃ
Alphabet (বর্ণমালা) দুই ভাগে বিভক্ত।

Vowel (স্বরবর্ণ)
Consonant (ব্যঞ্জনবর্ণ)

Vowel কাকে বলেঃ
যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাই Vowel.

Vowel কত প্রকারঃ
Vowel হলো ৫ প্রকার।

A, E, I, O, U এগুলো হচ্ছে Vowel.
Vowel গুলো consonant গুলোর সাথে মিশে Syllable তৈরি হয়।

Examples: Egg, Diagram, Ultrasonography, etc.
Consonants কাকে বলে ও কত প্রকারঃ
যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারেনা তাকে Consonants বলে।

Vowel ছাড়া বাকি ২১ টি অক্ষর সব Consonant.

একটি শব্দে একটি Vowel আর সব গুলো Consonant হওয়া স্বাভাবিক।

Examples:

Carry. C, r, r, and y are the consonants.
Story. s, t, r, and y are consonants.
Earning. r, n, and g are consonants.

Use of Capital Letter and Small Letter (বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষরের ব্যবহার ) :

1. প্রতিটি Sentence বা বাক্যের শুরুতে Word এর প্রথম Letter বা অক্ষরটি সব সময় Capital Letter হয়। যেমনঃ Man is mortal. He is a good boy.

2. নদনদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, মাস, দিন, ধর্মগ্রন্থ, খবরের কাগজ প্রভৃতির নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ January is the first month of the year. Mother reads the Quran every day. The Padma, the Jumuna.

3. ব্যক্তি, বস্তু, স্থান, জাতি প্রভৃতির নামের অর্থাৎ Proper Noun এর প্রথম অক্ষর Capital Letter হয়।যেমনঃ Romi is a good girl.

4. আল্লাহ্ নাম বা তার পরিবর্তে ব্যবহৃত Pronoun বা সর্বনামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ Allah is Almight. Oh my God.

5. I অর্থ আমি অৰ্থাৎ Pronoun হিসেবে ব্যবহৃত হলে তা Capital Letter হয়। যেমনঃ May I come in sir?

6. ইংরেজি কবিতায় প্রতিটি লাইনের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ

God, We thank you for the night,

And for the pleasant morning light,

Or

Twinkle twinkle little star,

How I wonder what you are?

7. সংক্ষেপে লিখিত নাম বা উপাধির প্রত্যেকটি অক্ষর Capital Letter হয়। যেমনঃ He is an M.A. He is an M.B.B.S.

৪. জাতির নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ The Bangladeshi, the Japanese are industrious.

9. উদ্ধৃত বাক্যের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমনঃ He said, “It is good news.”

Classification Of Alphabet-এর শ্রেণীবিভাগ:

ইংরেজি Alphabet বা বর্ণমালা উচ্চরণের ভিন্নতার জন্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমনঃ

1. Vowel বা স্বরবর্ণ : যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাকে Vowel বা স্বরবর্ণ বলে । ইংরেজিতে Vowel বা স্বরবর্ণ পাঁচটি। এগুলো হলো : a, e, i, o, u.

2. Consonant বা ব্যঞ্জনবর্ণ : যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে Consonant বা ব্যঞ্জনবর্ণ বলে। ইংরেজিতে Consonant বা ব্যঞ্জনবর্ণ একুশটি । এগুলো হলো : b, c, d, f, g, h, j, k, l , m, n, p, q, r, s, t, V, W,x, y, z.

Semi- Vowel বা অর্ধস্বর/অর্ধব্যঞ্জনঃ Consonant বা ব্যঞ্জনবর্ণগুলোর মাঝে W এবংY এ দুইটি বর্ণের উচ্চারণ কখনো Vowel বা স্বরবর্ণ আবার Consonant বা ব্যঞ্জনবর্ণ হয়। তাই এদেরকে Semi- Vowel বা অর্ধস্বর/অর্ধব্যঞ্জন বলে । W ও Y যখন কোন Word বা শব্দের প্রথমে বসলে Consonant বা ব্যঞ্জনবর্ণ হয়। যেমনঃ wolf(উলফ), year(ইয়ার), water(ওয়াটার), আবার। W ও Y যখন কোন Word বা শব্দের মাঝে বা শেষে বসে তখন এরা Vowel বা স্বরবণ হয়। যেমনঃ now (নাউ), two (টু), boy (বয়),eye (আই) ।

 

উচ্চারণ বিধি অনুসারে Vowel বা স্বরবণগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যেমন :

Short sound of the vowels.
Long sound of the vowels.
Middle sound of the vowels.
Broad sound of the vowels.
Diphthong.

1. Short sound of the vowels.

A(a) – এর উচ্চরণ- এ্যা (া) : Bag (ব্যাগ) – থলে, Mat (ম্যাট) – মাদুর।

E(e) – এর উচ্চরণ- এ (6) : Net (নেট) – জাল, Red (রেড) – লাল ।

I(i) – এর উচ্চরণ- ই (f) : Did (ডিড) -করা, Sit (সিট)- বসা।

O(o) – এর উচ্চরণ- অ : Son (সন)- পুত্র, On (অন)- উপরে।

U(u) – এর উচ্চরণ- আ (f) : Sun (সান)- সূর্য, Up (আপ)-উপরে ।
2. Long sound of the vowels.

A(a) – এর উচ্চরণ- এ (6) : Pay (পে)- বেতন, Say (সে)- বলা ।

E(e) – এর উচ্চরণ- ঈ (ী): Bee (বী)- মৌমাছি, Me (মী)- আমাকে ৷

I(i) – এর উচ্চরণ- আ,ই, আই: Rice (রাইস)- চাউল, Nine (নাইন)-নয় ৷

O(o) – এর উচ্চরণ- ও (CT): Home (হোম)- বাড়ি, Low (লো)- নিচু ।

U(u) – এর উচ্চরণ- ইউ ইয়ো : Duty (ডিউটি)- কর্তব্য।
3. Middle sound of the vowels.

A(a) – এর উচ্চরণ- আ (f) : War (ওয়ার)- যুদ্ধ, Car (কার)- গাড়ি।

E(e) – এর উচ্চরণ- আ (t) : Servant (সারভেন্ট)- চাকর, Her (হার)- তার(স্ত্রী)

O(o) – এর উচ্চরণ-উ ( ू ) : Book (বুক)- বই, Food (ফুড)- খাদ্য।

U(u) – এর উচ্চরণ- উ ( ू ) : Full (ফুল)-পূর্ণ, Pull (পুল)- টানা
4. Broad sound of the vowels.

A(a) – এর উচ্চরণ- অ : Ball (বল)- বল, Call (কল)- ডাকা ।

I(i) – এর উচ্চরণ- আ (t) : Bird (বার্ড)- পাখি, Girl (গার্ল)- বালিকা ।

O(o) – এর উচ্চরণ- আ (t) : Love (লাভ)- ভালোবাসা, How (হাউ)- কেমন ।
5. Diphthong.

O(o) – এর উচ্চরণ- ও (CT): Boat (বোট)- নৌকা, Go (গো)- যাওয়া ।

Revision And Test

1. What is letter ? How many letters are there in English Language ?

2. What is Alphabet ? What is the difference between letter and alphabet ?

3. What is Vowel ? How many vowels are in English ? Name them.

4. What is Consonant ? How many consonant are in English ? Name them.