মাদারীপুরে শিশুকে ধর্ষণ নাজমুল হক নাজমুল হক ব্যাবস্থাপনা সম্পাদক প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, জুন ২১, ২০১৯ | আপডেট: ১০:২২:পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৯ নাজমুল হক মাদারীপুর।। ধর্ষণ এখন সামাজিক ব্যাধি, কাগজ খুললেই প্রতিনিয়ত ধর্ষণ ছাড়া কোন নিউহ নেই। তাই প্রতিদিন কোন না কো ধর্ষণ ছাড়া নিউজ নেই। মাদারীপুরে পার্শ্ববর্তী মুকসুদপুর (গেপালগঞ্জ) উপজেলায় একটি শিশু ধর্ষণের শিকার হলে তাকে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতাল ও পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর্থিন মোড়ল নামের একটি ছেলে (১৫) বাড়ির পাশের একটি পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে । এ সময় শিশুটির মা টের পেলে পালিয়ে যায় আর্থিন। পরবর্তীতে সালিশ বৈঠকে মিমাংশার জন্য বললেও কিন্তু তারা তালবাহানা করে। আমি এর বিচার চাই। স্থানীয় মাতুব্বর ফিরোজ মল্লিক বলেন, ‘বিষয়টি জানি। সত্য ঘটনা তো চাপা থাকে না। আমি মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে মামলার পরামর্শ দিয়েছি। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা বলেন, ‘গ্রামে এ ধরনের ঘটনা জানি না। জেনে আইনগত ব্যবস্থা নেবো।’ আরও পড়ুন ঘুষের টাকাসহ শ্রীবরদীর সাব-রেজিস্টার আটক সহপাঠী ছা’ত্রীদের হাতে মা’র খেল কি’শোর