বরিশাল নলছিটি থানায় হাতুড়ি দিয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে রমজান হাওলাদার নামে ১৭ বছর বয়সী এক ছেলেকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপ-জেলার ভরনী এলাকায় যেখানে রমজানকে আটক করা হয়। প্রাথমিকভাবে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
রমজান হাওলাদার জানায়, মায়ের প্রতি অত্যাচার ও নির্যাতনের অভিযোগে সে তার বাবা খলিলুর রহমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ জানতে পারে যে শনিবার রাতে দক্ষিণ রানাপাশা গ্রামে তাদের বাড়িতে, রমজান তার বাবার সাথে রাতের খাবার খেয়েছিল এবং পরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার উপর হামলা করে, গুরুতর জখম করে। পরদিন সকালে খলিলুরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর রমজান আত্মগোপনে চলে যায়। পুলিশের অভিযানের পর তাকে ভারানী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রমজান হেফাজতে ছিল, এবং জিজ্ঞাসাবাদের সময়, সে প্রকাশ করে যে তার বাবা দীর্ঘদিন ধরে তার মাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। ঘটনার রাতে, খলিলুর তার মাকেও লাঞ্ছিত করে, যা রমজানকে আরও উত্তেজিত করে এবং তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে।
তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন ওসি।