শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি নবজাতক শিশুর বাবা-মা শিশুটিকে হাসপাতালে পরিত্যক্ত অবস্থায় রেখে গেছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে (শিশু ওয়ার্ড) নবজাতকের যত্ন নেওয়া হচ্ছে নার্সদের নজরে। হাসপাতালের শিশু ওয়ার্ডের কর্তব্যরত নার্সরা জানান, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মধ্যবয়সী দম্পতি নিজেদের পরিচয় দিয়ে শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতককে ভর্তি করেন। পুরুষ শিশুর সঠিক বয়স কয়েক দিনের মধ্যে নির্ধারণ করা হবে।
ভর্তির পরে, তাদের চিকিত্সা পদ্ধতির পরামর্শ দেওয়া হয়েছিল, প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছিল এবং তারপরে ওয়ার্ড থেকে একে একে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন থেকে তারা হাসপাতালের শিশু ওয়ার্ডে ফিরে আসেনি, তাই শিশুটি নার্সদের সতর্ক তত্ত্বাবধানে থাকে। নবজাতক সম্পূর্ণ সুস্থ। অনেকেই শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করলেও হাসপাতাল কর্তৃপক্ষ আদালতের মাধ্যমে নবজাতককে সরকারি অনাথ আশ্রমে স্থানান্তর করতে চায়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি রাজপাড়া থানায় জানিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডাঃ শংকর আশ্বস্ত করেছেন যে নবজাতককে বাবা-মায়ের পরিচয় দিয়ে ভর্তি করা হয়েছে, যারা নিখোঁজ হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির না হলে বা পাওয়া না গেলে আদালতের নির্দেশে নবজাতককে সমাজকল্যাণ বিভাগের এতিমখানায় স্থানান্তর করা হবে। ততক্ষণ পর্যন্ত, হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর যত্নের জন্য দায়ী থাকবে এবং ওয়ার্ডের নার্সরা শিশুটির জন্য সার্বক্ষণিক যত্ন প্রদান করছে।