Dhaka ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারী টাকা আত্মসাৎ এর অভিযোগে মাদারীপুরে সাবেক সার্ভেয়ারসহ ২ জনের নামে দুদকের মামলা

  • Reporter Name
  • Update Time : ০১:০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩১৩ Time View

 

মাদারীপুরে দুর্নীতির মাধ্যমে পদ্মা সেতু জমি অধিগ্রহণের সাড়ে চার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সাবেক সার্ভেয়ারসহ দুজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান। পরে মামলার নথি মাদারীপুরের আদালতে পাঠানো হয়।

দুদকের দায়ের করা মামলার আসামিরা হলেন- মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সাবেক সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান (৪৪) ও দালাল রুবেল হাওলাদার (৩৮)। মোস্তাফিজুর রহমান পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি (নুরাইনপুর) গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। আর রুবেল হাওলাদারের বাড়ি মাদারীপুর শহরের কুকরাইল গোলাবাড়ি এলাকায়।

মামলার এজাহারে বলা হয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জমি অধিগ্রহণের চার কোটি ৫৭ লাখ ৮৬ হাজার টাকা নিজেদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ডে নেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হাওলাদার। দুর্নীতির মাধ্যমে ২০১৯ থেকে ২০২০ সালের বিভিন্ন তারিখে ১৮টি চেকে এই অর্থ আত্মসাৎ করেন তারা।

এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। সরকারি অর্থ আত্মসাতের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, অভিযুক্ত দুজনই সরকারি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে; যা আদালতে অভিযোগপত্রে উল্লেখ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Nazmul Haque

সরকারী টাকা আত্মসাৎ এর অভিযোগে মাদারীপুরে সাবেক সার্ভেয়ারসহ ২ জনের নামে দুদকের মামলা

Update Time : ০১:০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

 

মাদারীপুরে দুর্নীতির মাধ্যমে পদ্মা সেতু জমি অধিগ্রহণের সাড়ে চার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সাবেক সার্ভেয়ারসহ দুজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ে মামলাটি দায়ের করেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান। পরে মামলার নথি মাদারীপুরের আদালতে পাঠানো হয়।

দুদকের দায়ের করা মামলার আসামিরা হলেন- মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সাবেক সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান (৪৪) ও দালাল রুবেল হাওলাদার (৩৮)। মোস্তাফিজুর রহমান পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি (নুরাইনপুর) গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। আর রুবেল হাওলাদারের বাড়ি মাদারীপুর শহরের কুকরাইল গোলাবাড়ি এলাকায়।

মামলার এজাহারে বলা হয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা থেকে জমি অধিগ্রহণের চার কোটি ৫৭ লাখ ৮৬ হাজার টাকা নিজেদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ডে নেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হাওলাদার। দুর্নীতির মাধ্যমে ২০১৯ থেকে ২০২০ সালের বিভিন্ন তারিখে ১৮টি চেকে এই অর্থ আত্মসাৎ করেন তারা।

এমন অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। সরকারি অর্থ আত্মসাতের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, অভিযুক্ত দুজনই সরকারি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে; যা আদালতে অভিযোগপত্রে উল্লেখ করা হবে।