২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশে কর্মরত এনজিওদের বৃহৎ প্লাটফর্ম ও শীর্ষ সংগঠন এনজিও ফেডারেশন অব বাংলাদেশ (এফএনবি) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে সকাল ৭ টায় ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে (টাউন হল মোড়ে) ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের সভাপতি ও ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক ও এসেড এর নির্বাহী পরিচালক শেখ মোঃ ইউসুফ লিটনের নেতৃত্বে জেলার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রভাতফেরীর মিছিল শেষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, ব্র্যাক লার্নিং সেন্টারের হিসান কর্মকর্তা পবিত্র কুমার ঘোষ, মাইগ্রেশন কর্মসূচির এরিয়া কো-অর্ডিনেটর নাসিম আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, এসেড, কারিতাস বাংলাদেশ, শাপলা, স্বপ্ন বিলাস ফাউন্ডেশন, সেবা ফাউন্ডেশন, ড্যাম ফাউন্ডেশন, পদক্ষেপ, পপি, এসএসএস, টিএমএসএস, ন্যাফ, অধিকার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।