অনুপ জালোটার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জি এম নিউজ জি এম নিউজ বাংলার প্রতিচ্ছবি প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮ | আপডেট: ১১:৪৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮ SHARES বিগ বস ১২-এর অনুপ জালোটাকে নিয়ে শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে। আর এই আলোচনার কারণ তার ২৮ বছরের গার্লফ্রেন্ড জাসলিন মাথারু। জানা গেছে জাসলিনের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অনুপ জালোটা ৩ বার বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে এবার অনুপ জালোটা সংবাদ শিরোনামে আসার কারণ ভিন্ন। একজন টেলিভিশন অভিনেত্রী, একজন মডেল এবং আরেকজন ইজরায়েলি মডেল রীনা গোনাল তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। অভিযোগকারী সেই অভিনেত্রী নিজের পরিচয় গোপন রেখে একটি সাক্ষাৎকারে জানান, বড় ব্রেক দেওয়ার নাম করে অনুপ জালোটা তার যৌনতার সুযোগ নিতে চেয়েছিলেন। এছাড়াও অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ এনেছেন সেই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, ‘দেবাংশী’, ‘ভাগ্যবিধাতা’ নামক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। তিনি জানিয়েছেন, বিগ বগ সিজন ১২ এ তাকে সুযোগ করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনুপ জালোটা। আর এর জন্য সুযোগ চেয়েছিলেন। ইজরাইলি মডেল রীনা জানান, অনুপ জালোটা বিয়ের প্রস্তাব দিয়ে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। জাসলিন মাথারু পাঞ্জাবের মেয়ে। অনুপ জালোটার কাছে গান শিখতেন। এর মাঝেই তাদের প্রেম। তিন বছর ধরে তারা একসঙ্গেই থাকছেন। ইত্তেফাক আরও পড়ুন ভালবাসা দিবসে ইলিয়াসের ‘চোখ তো সরে না’ ‘শাবনূরের পর এক্সপ্রেশনে সেরা পরীমণি’