দেওয়ানগঞ্জে স্কুল শিক্ষক কৃর্তক ছাত্রী ধর্ষণ, থানায় মামলা,এলাকাবাসীর মানবন্ধন
জি এম নিউজ জি এম নিউজ
বাংলার প্রতিচ্ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জ এক ছাত্রী ধর্ষণ ঘটনার অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানবন্ধন,বিক্ষোভ মিছিল ও শিক্ষকের কুশপত্তলিকা দাহন করেছে।
বুধবার দুপুরে স্থানীয় সুশীল সমাজের আয়োজনে বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপি মানববন্ধনে ভোক্তভোগী ছাত্রীর অভিভাবক ওয়াজ করণী,সচেতন অভিভাবক সালেক ও আনিসুর রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ধর্ষনকারী শিক্ষক আবুল কালাম আজাদকে দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবী জানান।
উল্লেখ্য,ঘটনার বিবরণে জানা যায়,দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণী পড়–য়া মেধাবী ছাত্রী (রোল-৬) গত ২১জুন বিকাল ৪টার দিকে একই প্রতিষ্ঠানের ভোকেশানাল শাখার গণিত শিক্ষক আবুল কালাম আজাদের নিজ বাড়িতে প্রাইভেট পড়তে গেলে ওই শিক্ষক নানান প্রলোভন দেখিয়ে জোর পূর্বক তাকে ধর্ষন করে। এঘটনায় প্রকাশ হলে বিচারেরর দাবীতে গত ১৬ জুলাই মঙ্গলবার ওই ধর্ষক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষিতা ছাত্রী বাবা ওয়াজ করণী বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।