বেনাপোল প্রতিনিধি:
আড়াই বছর পর ভারতে পাচার হওয়া বাংলাদেশী দুই নারীকে ট্রাভেল পারমিট এর মাধ্যমে বেনাপোল দিয়ে চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই দুই নারীকে হস্তান্তর করা হয়।
ফেরত দুজন নারী হলেন, গোপালগঞ্জ কাশিয়ানি থানার ও ঢাকা গেন্ডারিয়া থানার বাসিন্দা।
ফেরত নারীরা জানান, দালালের খপ্পরে পড়ে আড়াই বছর আগে তারা ভারতে পাচার হন। কলকাতা শহরে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। পরে পুলিশ তাদের জেলহাজতে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দু-দেশের সংশি¬ষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে মঙ্গলবার দেশে ফিরেছেন তারা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস এ বিষয়ে জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#