মাদারীপুরে সরকারি বিদ্যালয়ে ভর্তির বয়সভিত্তিক কোটা বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
এ সময় বক্তারা অভিযোগ করেন, মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লটারীর মাধ্যমে ভর্তির সুযোগ পায় শিক্ষার্থীরা। কিন্তু বয়স কম হওয়ার কারনে এই সরকারি দুটি বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি শতাধিক শিক্ষার্থী। এতে ক্ষোভে ফেটে ওঠেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এই বয়সভিত্তিক কোটা বাতিলের দাবী জানান তারা। পাশাপাশি মেধাতালিকায় ভর্তিরও সুযোগের আবেদন জানান বক্তারা।
এছাড়া ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারে শিক্ষার্থী ভর্তি নিয়ে কোন অনিয়ম হয়েছে কিনা সেটিও প্রশাসনকে খতিয়ে দেখার আহবান জানান শিক্ষার্থীর অভিভাবকরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।
News Title :
বিদ্যালয়ে ভর্তির বয়সভিত্তিক কোটা বাতিলের দাবীতে মানববন্ধন
-
স্টাফ রিপোর্টার
- Update Time : ১০:৪৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- ১৮৬ Time View
Tag :