“সর্বত্র সর্বদা মানব সেবায়” এই স্লোগান কে সামনে রেখে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর উদ্যোগে শীতার্ত শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে সংগঠনের আয়োজনে ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ আলম ফকিরের বাড়িতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ আলম ফকিরের সভাপতিত্বে ও আবু তালেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) মাদারীপুর এর সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর সিনিয়র সহ-সভাপতি বাচ্চু মীর,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত শিশুদের মাঝে শীতের ৩০ টি জ্যাকেট ও বৃদ্ধ বয়স্কদের মাঝে ৩০ টি শীত কম্বল বিতরণ করা হয়। শীতের পোশাক পেয়ে শিশুদের পাশাপাশি বৃদ্ধ বয়স্করা সংগঠনের সকলের জন্য দোয়া কামনা করেন এবং এই সংগঠন যেন সব সময় দুস্থ মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করতে পারে সেই আশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মশিউর রহমান পারভেজ বলেন মানব কল্যাণ সংগঠন মাদারীপুর, এই সেচ্ছাসেবী সংগঠন শুরু থেকেই নানা রকম মানবিক কাজ করে আসছে এর কারণ তাদের স্লোগানই হলো সর্বত্র সর্বদা মানব সেবায়, আমরা এর আগেও দেখেছি এই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের মাঝে ছাগল,সেলাইমেশিন,ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের জন্য চিকিৎসা সেবা দিয়েছে। আজ এই সংগঠনের মাধ্যমে আপনাদের জন্য শীতবস্ত্র বিতরণ করছে আমি আমার পক্ষ থেকে মানব কল্যাণ সংগঠন মাদারীপুর এর সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যাতে তারা সব সময় এ মানবিক কাজ গুলো চালিয়ে যায়।