মাদারীপুরে নবগঠিত সদর উপজেলা কৃষকদলের আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ব্যানার ফ্যাস্টুন হাতে নিয়ে অংশ নেন কৃষক দলের কয়েক ‘শ নেতাকর্মী। আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আবুল কামাল আজাদ ও সদস্য সচিব এস এম সম্রাট নোমান।
এ সময় বক্তারা বলেন, আগামীতে এই কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানে নির্দেশে কৃষকদের কল্যাণে পাশে থেকে কাজ করবে। কৃষকদের স্বার্থরক্ষার্থে পূর্বের মত আরও শক্ত অবস্থানে থাকার কথাও জানান তাঁরা।
উল্লেখ্য, মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মো. অলিউর রহমান দর্জি ও সদস্য সচিব মো. অহিদুজ্জামান গত ২০ নভেম্বর সদর উপজেলায় ৩৫ সদস্যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।