মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন চরবাচামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম (৩) ও সাফানা আক্তার (৫) একই গ্রামের সৌদি প্রবাসী সারোয়ার হোসেনের ছেলে-মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল তিন বছরের আব্দুর রহিম ও তার বড়বোন সাফানা। হঠাৎ তারা দুজনে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ভাইবোনকে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত তাদের শিবচর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুইজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। একসঙ্গে একই পরিবারে দুই শিশুর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছাঁয়া।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
News Title :
মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
- স্টাফ রিপোর্টার
- Update Time : ০৬:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- ৮২ Time View
Tag :