মাদারীপুর রাজৈরের টেকেরহাট বন্দরে খাবারের হোটেলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় দুটি দোকানের রান্নাঘরের অপরিচ্ছন্ন পরিবেশ ও বিভিন্ন অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
রান্নাঘর, খাবারের হোটেলের অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন ও বিভিন্ন অপরাধে উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় আল মদিনা হোটেল এন্ড রেস্টুডেন্টের মালিক শহিদুল ইসলামকে ২০ হাজার টাকা ও হাজী বিরানী হাউজের মালিক মোসারফ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এছাড়াও হোটেল কর্তৃপক্ষকে সতর্কতা বার্তা দিয়ে যান এই কর্মকর্তা। খাবারের মান ও খাবারের পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানের সময় রাজৈর থানার এএসআই বিল্লাল হোসেনের টীম,ও উপজেলা ভূমি অফিসের বেঞ্চ সহকারী সুমন মন্ডল উপস্থিত ছিলেন।