মাদারীপুরের ডাসারে ঘাসের ওষুধ খেয়ে মমতা পান্ডে(৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার(২০ নভেম্বর) সকালে উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মমতা পান্ডে বেশ কিছুদিন দিন আগে পারিবারিক কলহের জেরে ঘরে রাখা খাস মারার ওষুধ খেয়ে ফেলেন।ওষুধের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে, তাঁকে চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিছুদিন চিকিৎসা দেয়ার পরে গতকাল বাড়ীতে নিয়ে আসলে অবস্থার অবনতি হয়।পরে গোপালগঞ্জের কোটালিপাড়া হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়।হাসপাতালে অক্সিজেন না থাকায় বাড়ীতে নিয়ে আসার পথে মৃত্যু হয়।নিহত ওই গৃহবধূ উপজেলার কমল পান্ডের স্ত্রী।
রিন্টু পান্ডে জানান, “আমার কাকি ঘাস মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাই।হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার শেষ হয়ে যায়।হাসপাতাল থেকে নিয়ে আসার পথে মৃত্যু হয়েছে। ”
এব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদ-উল হাসান বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।