মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলায় আহত সুজন সরদার (৩৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। নিহত সুজন কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিজানুর রহমান সরদারের ছেলে। এছাড়া কালকিনি পৌরসভার উত্তর কৃষ্ণনগর গ্রামের মফি বেপারীর ছেলে শামিম বেপারী (৩০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিৎিসাধীন।
স্থানীয়রা জানায়, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জিয়া পরিষদের কর্মীসভা সফল করার লক্ষে প্রস্তুতিমুলক সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় অর্ধশত মানুষ যাবার পথে বৃহস্পতিবার দুপুরে এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজার এলাকায় পৌঁছালে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। এতে বিএনপির দুইকর্মী শামিম বেপারী ও সুজন সরদার আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান সুজন সরদার।
মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আহত সুজন সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। এছাড়া ঘটনাস্থল থেকে তল্লাসি চালিয়ে ৮টি তাজা ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
News Title :
মাদারীপুরে ক/কটেল হা/মলায় আহত সুজন সরদার মা/রা গেছেন
- স্টাফ রিপোর্টার
- Update Time : ১১:৩৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- ২৬৯ Time View
Tag :