স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর এলাকায় বোমা হামলার ঘটনায় ৫টি দেশীয় অস্ত্রসহ ৮টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে কালকিনি থানা পুলিশের বিশেষ অভিযানে এ অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, স্থানীয় দলাদলীর জেরে আপাং কাজী ও মিরাজ সরদারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে এনায়েত নগর ইউনিয়নের খালেকের হাট বাজারে বোমা হামলার ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কালকিনি থানার ওসি মো: হুমায়ুন কবির এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক(এস.আই) মশিউর রহমান নয়ন সঙ্গীও ফোর্স নিয়ে ও সেনাবাহিনীর সহযোগিতায় কালাই সরদারের চর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ টি রামদা ও ৮ টি হাত বোমা উদ্ধার করে।
কালকিনি থানার ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নিয়মিত অভিযানে অব্যাহত থাকবে।