মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। সোমবার বিকেলে জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্যদত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হিরু মাতুব্বর (৩৫)। তিনি একই এলাকার এসকেন্দার মাতুব্বরের ছেলে। পেশায় রাজমিস্ত্রী ছিলেন। এ ঘটনায় আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্যদত্তপাড়া গ্রামের শাহাদাত মোল্লা ও জুয়েল মাদবরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাতে এই দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এরই জেরে উভয়পক্ষের লোকজন সোমবার বকেলে দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় জুয়েল মাদবরের সমর্থক হিরু মাদবর আর্য্যদত্তপাড়া এলাকায় গেলে তাকে একা পেয়ে শাহাদাত মোল্লার লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, শিবচর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় অতিরিক্ত আইন শৃংখলা বাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিবচর থানার ওসি মোঃ মোকতার হোসেন বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। দোষীদের ধরতে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।