মাদারীপুরের ডাসার উপজেলার ভূরঘাটা-শশিকর সড়কের উত্তর খিলগ্রামে শওকত আলী ঘরামী (৩৩) নামে এক ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে ডুবে মারা যায়। রবিবার (১০ নভেম্বর) বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছোট বাসাইল রাজিহার গ্রামের আকবর আলীর ছেলে।
পুলিশ জানায়, বেলা ১২টার দিকে ভূরঘাটা-শশিকর সড়ক দিয়ে ওই যুবক তার মটরযানযুক্ত ভ্যান নিয়ে একাই শশিকরের দিকে যাচ্ছিল। এসময় তার ভ্যানে কেউ ছিল না। হঠাৎ উত্তর খিলগ্রামে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে পানির মধ্যে থেকে উপরে উঠিয়ে আনেন। কিন্ত ততক্ষণের শওকত আলী মারা যায়। পরে ডাসার থানা পুলিশকে খরব দিলে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এঘটনায় ভ্যানটি স্থানীয়রা পুকুর থেকে উঠিয়ে থানায় জমা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ এ হাসান বলেন, ‘মরদেহ উদ্ধার করে হয়েছে। পরে পরিবারের আবেদনে ময়নাতদন্ত না করে তারা নিয়ে গেছেন।’