মাদারীপুরের কালকিনিতে মোঃ আয়নাল আকন-(৭০) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত আয়নাল আকন পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের আব্দুল গনী আকনের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে পালরদী নদীর শিকারমঙ্গল ঘাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে আয়নাল আকন ভোরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মী ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, নিহত ওই জয়নাল আকন ভোরে একা পালরদী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জোমাদ্দারের নেতৃত্বে ডুবুরি ইউনিটসহ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে নিহত ওই বৃদ্ধর লাশ উদ্ধার করেন।
নিহতের ছেলে মো. জয়নাল আকন কান্না জরিত কণ্ঠে বলেন, আমার বাবা ভোরে নদীতে একা গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
এ ব্যাপারে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জোমাদ্দার বলেন, নদীতে ডুবে একজন বৃদ্ধ নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে ওই নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করি।
News Title :
নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করল লাশ
- স্টাফ রিপোর্টার
- Update Time : ০৭:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- ১৩০ Time View
Tag :