মাদারীপুরের ডাসারে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃ’ত্যু’র প্রহর গুনছেন নয়ন শিকদার(২২) নামে এক যুবক।হতদরিদ্র পরিবারের সন্তান নয়ন শিকদার অর্থভাবে চিকিৎসা করাতে পারছেন না।সে বাঁচতে চায়।উপজেলা প্রশাসনসহ সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
বুধবার(৬ নভেম্বর) উপজেলার নবগ্রাম ইউনিয়নের দিয়াকান্দি গ্রামে সরজমিনে গিয়ে জানাগেছে,নয়ন শিকদার দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মৃত্যুর প্রহর গুনছেন।হতদরিদ্র নয়ন শিকদারের পাঁচ ভাই এক বোন।বাবা লতিফ শিকদার অনেক আগেই মারা গিয়েছেন।ভিটেমাটি বলতে তাদের দশ শতাংশ পৈতৃক ভিটায় ঘর ছাড়া কিছুই নেই।অন্যসকল ভাই দিন মজুর,তারা আলাদা থাকে।মা ও সেজ ভাইকে নিয়ে নয়ন শিকদার একটি টিনসেট ঘরে থাকে। সেজ ভাই হেলাল শিকদার ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে।ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা করার মত সামর্থ তার পরিবারের নেই।টাকা পয়সার অভাবে চিকিৎসা নিতে পারছেন না দরিদ্র পরিবারটি।অর্থভাবে মৃত্যুর সাথে প্রতিনিয়ত পাঞ্জা লড়ছেন নয়ন শিকদার।প্রতিবেশীরা সাধ্যমত সকলকে সাহায্য করে পরিবারটির পাশে থাকার আহবান জানিয়েছেন।
ক্যান্সার আক্রান্ত নয়ন শিকদারের ভাই হেলাল শিকদার জানান,আমার ছোট ভাই ছয় মাস ধরে দূররোগ্য ক্যান্সার আক্রান্ত হয়েছে।তার চিকিৎসা জন্য মানুষের দ্বারেদ্বারে ঘুরছি। এক মাস আগে চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন।তার চিকিৎসা ব্যয় আমার পরিবারের পক্ষে সম্ভব না।তাই বাধ্য হয়ে বাড়ীতে নিয়ে এসেছি।আমার চোখের সামনে এখন ভাই ধুঁধেধুঁকে মৃত্যুর প্রহর গুনছেন।তার চিকিৎসার জন্য প্রশাসনসহ দেশের বৃত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।এবিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম বলেন,ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে নয়ন শিকদার নামে এক যুবক মানবতার জীবনযাপন করছেন বিষয়টি খুবই দুঃখজনক।আমি বিষয়টি জেলাপ্রশাসক মহাদয়কে জানাবো।আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সমাজসেবা থেকে তার চিকিৎসার জন্য দ্রুত আর্থিক সহযোগীতার ব্যবস্থা করবো।