মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটের পীরজাদা, আন্তর্জাতিক মোফাসসিরে কোরআন ড. কামরুল ইসলাম সাঈদ আনসারী রাজৈর উপজেলার কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
(৬ নভেম্বর বুধবার) দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের তালুকদার ডিজিটাল প্লাজার সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পীরজাদা টেকেরহাট ড. কামরুল ইসলাম সাঈদ আনসারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের নাম আগ্রহ প্রকাশ করেন।
এসময় ড. কামরুল ইসলাম সাঈদ আনসরী সাংবাদিকের থেকে বিভিন্ন মতামত গ্রহণ করেন ও প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় সভায় রাজৈর উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।