বিগত দিনে ভোট দেয়ার স্বাদ থেকে বঞ্চিত হয়েছে অনেকেই। অথচ ভোটাররা ভোট দেয়ার বিষয় রোমাঞ্চিত। তাই অন্তবর্তীকালীন সরকারকে ভোটারদের ভোট দেয়ার স্বপ্ন-স্বাদ ভূলুন্ঠিত করা ঠিক হবে না, বলে দাবী করেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি রবিবার দুপুরে মাদারীপুর জেলায় নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন প্লানেট কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংগঠনিক সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন।
শামীম হায়দার বলেন, ‘একটি সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন ও নিজের ভোট নিজে দিতে পারার নির্বাচন, যা থেকে বঞ্চিত হয়েছে ভোটাররা। সেই ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার নিশ্চিয়তা দিতে হবে অন্তবর্তীকালীন সরকারকে। বর্তমানে ১৮ কোটি জনগনের মধ্যে ১২ কোটি ভোটার রয়েছে। এর মধ্যে উল্লেখ্যযোগ ভোটারই নতুন। কারণ তারা বিগত ১৬ বছর ভোট দিতে পারে নাই। তাদের ভোট কেন্দ্র নিতে পারাই হবে এ সরকারের সবচে বড় সাফল্য।’
তিনি এসময় বøক চেইন টেনলোজির মাধ্যমে অবাধ নির্বাচনের ব্যবস্থা করার জন্যে বর্তমান সরকারকে আহবান করেন। তিনি বলেন, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে বøক চেইন টেননোলজির মাধ্যমে নির্বাচন করতে হবে। এটা হবে সর্বজন স্বীকৃত গ্রহণযোগ্য নির্বাচন। তাই অন্তবর্তী সরকারকে এসব বিষয় ভাবতে হবে। আর দেশের তরুন সমাজকে ফ্রিলাংন্সি এর মাধ্যমে দেশের আর্থ-সামাজিকের দিকে বেশি উদ্ধুত করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা জাকের পার্টি সভাপতি আসাদ আকন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সী, যবু ফ্রণ্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহীউদ্দীন ফকির, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ: রশিদ প্রমুখ। সভায় জাকের পার্টির জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
News Title :
ভোটারদের ভোট দেয়ার স্বপ্ন-স্বাদ ভূলুন্ঠিত করা ঠিক হবে না: শামীম হায়দার
- Reporter Name
- Update Time : ১১:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- ৯১ Time View
Tag :