মাদারীপুরে জমি অধিগ্রহণ না করে জোরপূর্বক সীমানার দেয়াল নির্মান করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভূক্তভোগি সোহরাব চৌকিদার, তার পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মাববন্ধন কর্মসূচি করা হয়। এসময় ন্যায় বিচার দাবী করেছে ক্ষতিগ্রস্থ্য পরিবার ও এলাকাবাসী।
ভূক্তভোগি পরিবার জানান, মাদারীপুর পৌর শহরের কুকরাইল এলাকার মৃত সোামদ্দিন চৌকিদার ৬৩ বছর আগে ৩০ শতাংশ জমি ক্রয় করে। সে হিসেবেই আরএস, এসএ তার নামে রেকর্ড হয়। তার মৃত্যুর পর তার ছেলে সোহরাব চৌকিদারের নামে বিআরএস রেকর্ড হয়। সেই জমি থেকে দুই বছর আগে ৫ শতাংশ জমিতে পণপূর্ত বিভাগ জেলা দায়রা ও জজ আদালতের জমি দেখিয়ে সীমানার দেয়াল নির্মাণ করে। এসময় সোহরাব চৌদিকার বাঁধা দেয়। পরে বিষয়টি লিখিতভাবেও গণপূর্ত বিভাগকে জানানো হয়। কিন্তু তারা কোন সুরাহ না করলে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে একটি সিম কেস করেন। সেখান থেকেও ন্যায্য বিচার পায়নি পরিবারটি। ফলে পরিবারটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ্য হওয়ার দাবী করেন। এসময় সোহরাব চৌকিদার, তার পরিবার ও এলাকাবাসীও মানববন্ধনে অংশ নেয়। এর আগে তিনি ন্যায় বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
এব্যাপারে ক্ষতিগ্রস্থ্য সোহরাব চৌকিদার বলেন, ‘আমার ক্রয়কৃত জমিতে জজকোর্টের সীমানা দেয়াল করা হয়েছে। গণপূর্ত বিভাগ কাজ করেছে, তাই তাদের বিষয়টি সুরাহ করার আবেদন করেছিলাম কিন্তু কাজ হয়নি। পরে জেলা প্রশাসক কার্যালয় থেকেও জমি অধিগ্রহণ করা হয়নি। হয়ত জমি আমাদের বুঝিয়ে দেক, না হয় জমির ন্যায্য মূল্য দেয়া হোক।’