মাদারীপুর পুরান বাজারের মাছ বাজার এলাকায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দোকানপাট ভাঙচুর, ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইলিয়াস শিকদার(৩৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে । আহত ইলিয়াস শিকদার মাছ বাজার এলাকার কালাম সিকদারের ছেলে। সোমবার চারটার সময় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাদারীপুর পৌর শহরের কালিবাড়ি এলাকার শাজাহান মাতুব্বর(৬০) পুরানবাজার এলাকার ইলিয়াস শিকদারের কাছে চার লক্ষ টাকা পাবে। এই ঘটনায় শাজাহান মাতুব্বর ইলিয়াস শিকদারের নামে একটি মামলাও দায়ের করেন। ইলিয়াস শিকদার মাছ বাজার সংলগ্ন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসা ছিলেন। শাজাহান মাতুব্বর তার দোকানে গিয়ে পাওনা টাকা দাবি করেন। শুরু হয় কথা কাটাকাটি, এক পর্যায়ে শাজাহান মাতুব্বর তার লোকজন নিয়ে ইলিয়াস সিকদার কে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ইলিয়াস শিকদারের লোকজন ও এলাকাবাসী শাজাহান মাতুব্বরের লোকজনকে ধাওয়া করে গ্রোইন চত্বর এলাকায় নিয়ে যায়, এসময় সাইফুল ইসলাম মিঠু (২৭) নামের এক ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর করে।
ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল ইসলাম মিঠু বলেন, আমি কোন পক্ষের না, ধাওয়া খেয়ে আমার দোকানে ৪-৫ জন ছেলে আশ্রয় নেয়। এ সময় মাছ বাজারে এলাকার লোকজন আমার দোকান ভাঙচুর ও কয়েক লক্ষ টাকা নিয়ে যায়। আমি এর বিচার চাই।
আহত ইলিয়াস সিকদারের মা বলেন, আমার ছেলেকে শাজাহান মাতুব্বর লোকজন নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। তিনি আরো বলেন আমার ছেলের দোকান থেকে কয়েক লক্ষ টাকার মালামালও লুট করেছে। আমি এর বিচার চাই।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ইলিয়াস শিকদারের অবস্থা গুরুতর হাওয়ায় আমরা তাকে ঢাকায় প্রেরণ করেছি।
এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।