মাদারীপুরে অ্যাম্বুলেন্সের চাপায় রজ্জব আলী সরদার নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে (৬০)। মঙ্গলবার ভোরে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রজ্জব আলী সরদার একই এলাকার মৃত সোনামদ্দি সরদারের ছেলে।
জানা যায়, ভোরে ফজরের নামাজ পড়তে বাসার পাশের মারকাজ মসজিদে যান রজ্জব আলী সরদার। নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পাড় হবার সময় একটি অ্যাম্বুলেন্স রজ্জবকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। পরে ময়না তদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে সদর হাসপাতালের মর্গে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, ভোরে এই দুর্ঘটনা ঘটে। তবে, ঘাতক অ্যাম্বুলেন্সটি সনাক্ত করা সম্ভব হয়নি। শহরের বিভিন্ন স্থানে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চলছে। এছাড়া নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
News Title :
নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না রজ্জব আলীর
- Reporter Name
- Update Time : ১১:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- ২০২ Time View
Tag :