মাদারীপুরে গ্রাম্য দলাদলি, আধিপত্য বিস্তার ও জমি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় ২০ টি বাড়ি ঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউয়িনের হোগলপাতিয়া গ্রামের বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনা নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঝাউদি ইউয়িনের হোগলপাতিয়া গ্রামের বাংলাবাজার এলাকার মুজাম সরদারের দাবীকৃত কিছু জমি আওয়ামীলীগের সমর্থক দুলাল চৌকিদার দীর্ঘদিন ভোগ দখল করে আসছিল। ক্ষমতার পালাবদলের পরে বিএনপি’র সমর্থক মুজাম সরদার তার জমি দখল বুঝে নেয়। এরপর গতকাল শনিবার রাতে জেলা যুবদলের নেতৃবৃন্দকে মুজাম সরদার ও তার লোকজন গরু কেটে খিচুড়ি খাওয়ার আয়োজন করলে প্রতিপক্ষ দুলাল চৌকিদারের লোকজন ক্ষিপ্ত হয়ে মুজাম সরদার, মালেক আকন, হামেদ আকনদের বাড়িঘরে হামলা চালায়। এসময় দুই পক্ষের হামলায় ২০ টি বাড়ি ঘর ভাংচুর লুটপাট ও ৩ টি ঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, ‘ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া গ্রামে দীর্ঘদিন ধরেই স্থানীয় দলাদলি, আধিপত্য ও জায়গা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। এইসব বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় বেশ কয়েকটি বাড়ি ঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।