মাদারীপুরে কাওয়ালী সাংস্কৃতিক অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন অন্তত ৪ জন। রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। আহতরা হলো, মাদারীপুর সরকারি কলেজের গনিত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ (২২), হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আশিকুর তামিম আশিক (২৩), দ্বাদশ শ্রেণির ইসতিয়ার আহম্মেদ (২০) ও শিক্ষার্থী আফি আক্তার আনিসা (২১)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র জনতার ব্যানারে কাওয়ালী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জুবায়ের আহম্মেদ নাফির নেতৃত্বে বাঁধা দেয়ার অভিযোগ ওঠে। একপর্যায়ে নিয়ামত উল্লাহ নামে এক শিক্ষার্থীর উপর হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা শাবাব, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষের সমবোঝায় অনুষ্ঠান চালিয়ে যাবার ঘোষনা দেয়া হয়। পরে প্রশাসনের লোকজন চলে গেলে আবারো ছাত্রজনতার উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে আহত হয় আরো তিন শিক্ষার্থী। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন করা হয় সেনাবাহিনী ও পুলিশ। হামলার পর পুরো অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এদিকে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও আহত ছাত্ররা।
News Title :
মাদারীপুরে কাওয়ালী অনুষ্ঠানে হামলা , আহত ৪
- Reporter Name
- Update Time : ১২:০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- ১৬২ Time View
Tag :