বাংলাদেশ খেলাফত মজলিস-এর মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আওয়ামী লীগ রাতেরবেলা সংখ্যালঘুদের উপর কালনাগিনী হয়ে ছোবল মারে, আর দিনেরবেলা ওঝা হয়ে বিষ নামানোর নাটক করে। এটা হলো নাটকের নায়ক-নায়িকাদের সংগঠনন। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবীতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসছে। এ পূজায় তাদের সহযোগিতা করতে হবে। কোন সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না। আগে আওয়ামীলীগ হিন্দুদের নিয়ে নাটক করেছে। এখন আর এদেশে আওয়ামী লীগ নেই, যে কারণে আমাদের কোন ধরনের সহিংসতা করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রতি বর্জায় রেখে চলতে হবে। আগস্টের বিপ্লবকে ধরে রাখতে সকল দলকে ঐক্যমতের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বর্তমান অন্তবর্তী সরকারকে সহযোগিতার আশ^াস দেন মামুনুুল হক।
সাবেক প্রধানমন্ত্রী হাসিনার তীব্র সমালোচনা করেন তিনি বলেন, ভারতে পালিয়ে যাওয়া এটা কাপুরুষের আচরণ। আগস্টের বিপ্লব হলো মুক্তির বিপ্লব, এটা স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব। এই বিপ্লবকে ধরে রেখে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীন আহমাদ চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন চন্ডিবর্দীর পীর মাওলানা আলী আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালীসহ অনেকেই।
News Title :
আ’লীগ সম্পর্কে যা বললেন – মামুনুল হক
- Reporter Name
- Update Time : ০৭:০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- ১৫১ Time View
Tag :