মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আহত সাবেক ইউপি সদস্য মহসিন আকন (৬২) মারা গেছেন। রোববার সন্ধ্যায় রাজধানী ঢাকার মালিবাগ এলাকার পিপল্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মহসিন মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহসিন আকনের মেয়ের জামাই সাঈদ বেপারী এওজ গ্রামে সম্প্রতি একটি জমি ক্রয় করে। ওই জনি নিয়ে মজিবর মুন্সীর সাথে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এওজ বাজারের কাছে একা পেয়ে মজিবর মুন্সীর লোকজন ধারালো অস্ত্র দিয়ে সাবেক ইউপি সদস্য মহসিন আকনকে কুপিয়ে জখম করে। মহসিনের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে । তিনদিন চিকিৎসাধীন থাকার পর রোববার সন্ধ্যায় মারা যান সাবেক এই ইউপি সদস্য।
এদিকে এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
News Title :
মাদারীপুরে প্রতিপক্ষের আঘাতে আহত ইউপি সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
- Reporter Name
- Update Time : ১১:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- ৩৪৩ Time View
Tag :