কোটা সংস্কারের নামে মাদারীপুরে তান্ডব চালানোর ঘটনায় প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার দুপুরে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, ছাত্রদের আন্দোলনে ঢুকে গত ১৮ ও ১৯ জুলাই সরকারি ও বেসরকারি স্থাপনা ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় দেশ ও দেশের বাইরের একটি চক্র জড়িত। এদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। বিভেদ ভুলে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রে নাশকতাকারীদের বিরুদ্ধে কাজ করে যেতে আহবান জানান নেতারা।
মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাহাবুদ্দিন মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খান, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মহসিন মোল্লাসহ অনেকেই।
News Title :
মাদারীপুরে না/শ/ক/তা/র ঘটনায় জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা
- মাদারীপুর প্রতিনিধি
- Update Time : ১১:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- ৩৩১ Time View
Tag :
Popular Post