
ঝালকাঠিপশ বরিশাল-খুলনা মহাসড়কে সুপারি বোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে হাসান আকন (৩০) নামের একজন নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর ) দিনগত রাত দেড়টার দিকে জেলার নলছিটি উপজেলাধীন ভৈরবপাশা এলাকায় খান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি । নিহত হাসান আকন (৩০) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার গোলাম সরোয়ার আকনের ছেলে। তিনি একজন সুপারি ব্যবসায়ী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঠবাড়িয়া থেকে সুপারি নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে পিক-আপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন সুপরি ব্যবসায়ী হাসান আকন এবং চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে।
নলছিটি থানার পরিদর্শক তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরাদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।