আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

নাজমুল হক নাজমুল হক

ব্যাবস্থাপনা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩ | আপডেট: ১০:৫৮:অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩

মাদারীপুর প্রতিনিধি
বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র-নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরে কালকিনিতে উন্নয়ন শান্তি সমাবেশ করেছে কালকিনি উপজেলা আওয়ামী লীগ। এসময় বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কালকিনি অডিটরিয়াম মাঠে এই সমাবেশ করে আওয়ামীলীগ।
উন্নয়ন ও শান্তি সমাবেশের কথা বলা হলেও এই সমাবেশে ছিলো পরিবর্তনের দাবী নিয়ে। অধিকাংশ নেতৃবৃন্দ মাদারীপুর ৩ আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপের পরিবর্তন দাবী করেন। আগামী নির্বাচনে বাহাউদ্দিন নাছিমের পক্ষে মনোনয়ন দাবী করেন।
এ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। উপজেলা আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য মীর মামুন বলেন, কালকিনি উপজেলা জেলা আওয়ামীলীগের নেতারা দুই ভাগে বিভক্ত। একভাগ শোষিত আরেকভাগ শাসিত। আমরা শোষিত পক্ষে। বর্তমান এমপি আওয়ামীলীগের নেতাকর্মীদের শোষন করেছে। তিনি দুর্নীতি করেছেন। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী ও সংরক্ষিত আসনের এমপি তাহমিনা সিদ্দিকা । তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এসময় তিনি স্থানীয় সংসদ সদস্যের ব্যপক সমালোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ অনেকেই।

Print Friendly, PDF & Email