
জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তায় গ্রামীণ নারী” প্রতিপাদ্য নিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৩ মানুষের জন্য ফাউন্ডেশন -এমজেএফ এর সহযোগিতায় বেসরকারী সংস্থা এনএসএস পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালন করে । গ্রামীণ নারীদের পারিবারিক কাজের বাহিরে ও নানা ধরণের অবৈতনিক কাজের কোন স্বীকৃতি না থাকায় নারীরা অবহেলিত এবং পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত উপেক্ষিত। এতে ক্রিয়া প্রকল্পের গ্রুপ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।এতে বক্তৃতা করেন প্রকল্প সমন্বয়কারী তাজমেরী জাহান লিখন, কাঠালতলী ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নিলু রানী, ইউনিয়ন ক্লাইমেট একশন গ্রুপ এর সভাপতি জনাব কবির শিকদার, সাধারণ সম্পাদক ইয়াসমিন আরা, সদস্য উৎপল মজুমদার এবং নারী গ্রুপের সদস্য শিপ্রা রানী, শিল্পী রানী, রুনা রানী, অঞ্জনা রানী, শাহানাজ পারভীন, সিথি রানী, প্রকল্প কর্মী মো: মিরাজ, মোস্তফা কামাল এবং অন্যান্য। এই আয়োজনের মধ্যে দিয়ে ক্রিয়া প্রকল্পের পরিঘাটা নারী দলের সদস্য শিপ্রা রানী কে তার নিজ প্রচেষ্টায় কৃষি কাজে অবদানের জন্য তার কাজের অভিজ্ঞতা সকলের সামনে আলোচনা করা হয় এবং কাজের উৎসাহমূলক স্বীকৃতি স্বরুপ কৃষি উপকরণ প্রদান করা হয়।